আত্মসমর্পণ করলেই গোলাবর্ষণ বন্ধ হবে: পুতিন

ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলেই মারিউপোলে হামলা বন্ধ হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার (৩০ মার্চ) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

অন্যদিকে ফ্রান্সের কর্মকর্তারা জানান, মারিউপোলে আটকা পড়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনার বিষয়ে রাজি হয়েছেন পুতিন।

ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের কর্মকর্তারা ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়ে বলেন, বেসামরিক নাগরিকদের অবশ্যই রক্ষা করতে হবে ও চাইলে তাদের সরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তাছাড়া তাদের অবশ্যই খাদ্য, পানি ও প্রয়োজন অনুযায়ী ওষুধের সুবিধা দিতে হবে।

ফ্রান্স, তুরস্ক, গ্রীসসহ বেশ কয়েকটি দেশের নেতারা বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যাপারে পুতিনের সঙ্গে কথা বলেছেন। পুতিন এ প্রস্তাব ভেবে দেখবেন বলেও জানিয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই। এদিকে গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) শান্তি আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠকে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে দেশটির সাধারণ নাগরিকরা, বিশেষ করে নারী ও শিশুরা। মস্কোর ধারাবাহিক হামলায় এখনো ঘর-বাড়ি ছেড়ে পালাচ্ছে ইউক্রেনবাসী। তাদের প্রধান গন্তব্য ইউরোপের দেশ পোল্যান্ডে। জানা গেছে, এরই মধ্যে ৪০ লাখের বেশি ইউক্রেনীয় বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //